দেশে প্রথমবারের মতো কৃত্রিমভাবে King cobra বা শঙ্খচূড় সাপের ডিম সফলভাবে ফোটানো হয়েছে। Bangladesh Snake Rescue Team এর চট্টগ্রাম শাখার প্রধান সিদ্দিকুর রহমান রাব্বি এই কাজ করেছেন। শঙ্খচূড় সাপ বাংলাদেশে বিপন্ন প্রজাতি। বিলুপ্তি হাত থেকে রক্ষা করতে কৃত্রিমভাবে ডিম ফোটানো জরুরি।
কিং কোবরা বা শঙ্খচূড দেশের বিষধর সাপের তালিকার ৮ (সামুদ্রিক সাপসহ) নম্বরে অবস্থান করছে। আমাদের দেশের সবচেয়ে বিষধর (SC LD50 মান অনুযায়ী) স্থলজ সাপ হলো Monocled cobra বা পদ্মগোখরা। স্ত্রী শঙ্খচূড ডিম পাড়ার সময় হলে গাছের নিচে খড় পাতা জোগাড় করে বাসা বাঁধে। ডিম পেড়ে তা দেয়। এরাই একমাত্র সাপ যারা বাসা বাঁধে।
শঙ্খচূড় পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ। বাংলাদেশে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বনাঞ্চল এবং সুন্দরবনে পাওয়া যায়। এরা সাপখেকো এবং তারা তাদের আবাসের সব সাপই শিকার করে। শঙ্খচূড়ে বাচ্চা লেজ থেকে মাথা পর্যন্ত হলুদ-কালো ডোরা থাকে যা বয়স বাড়লে সাদা-কালো হয়।