অনেকেই হয়তো এ পরিস্থিতিতে পড়েন যে প্রতিদিন একই সময়ে ক্লাস বা অফিস শুরু হলেও আপনি নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেন না

 অনেকেই হয়তো এ পরিস্থিতিতে পড়েন যে প্রতিদিন একই সময়ে ক্লাস বা অফিস শুরু হলেও আপনি নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেন না । এটি কি শুধু আপনার সময়ের প্রতি উদাসীনতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?


এ বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কগনিটিভ নিউরোসাইন্স এর অধ্যাপক হুগো স্পিয়ার্স এর গবেষণা এবং নেচার রিভিউস নিউরোসাইন্স এর প্রতিবেদন থেকে জানা যায় যে, মানব মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলের নিউরনসমূহ (যা Time Cell এর ন্যায় কাজ করে ) যে কোনো সম্পাদিত কাজের সাথে সময়ের সমন্বয় করে থাকে। তার গবেষণা অনুযায়ী, সাধারণত আমাদের মস্তিষ্ক পূর্বে কোনো কাজ কি পরিমান সময় সম্পন্ন করা হয়েছে , তার ভিত্তিতে পরবর্তীকলে ওই কাজের জন্য সময় নির্ধারণ করে । কিন্তু আমাদের মস্তিষ্কের অনুমান সর্বদা সঠিক হয় না , ফলে অপর্যাপ্ত সময় হাতে রেখে কাজ করতে গেলে মানুষ লেট করে ফেলে । পাশাপাশি সময়ের প্রতি উদাসীনতাও লেট হওয়ার পেছনে ভূমিকা রাখে বলে জানান তিনি । 


আরেকটি গবেষণায় দেখা যায় কোনো স্থানে পৌঁছানোর ক্ষেত্রে সেই স্থানের দূরত্ব নির্ণয়ে অপারদর্শিতা দেরি হওয়ায় প্রভাব ফেলে।হুগো স্পিয়ার্স ২০ জন শিক্ষার্থীর উপর করা গবেষণায় দেখেছেন যে কোনো স্থান যার যত বেশি পরিচিত তার সেখানে পৌঁছাতে তত বেশি সময় লাগে । কারণ ঐ ব্যক্তি ঐ স্থানের দূরত্বের প্রতি সচেতন থাকে না। এক্ষেত্রে অচেনা জায়গায় সঠিক সময়ে পৌঁছানো যায় কারণ নির্দিষ্ট স্থান খুঁজে পেতে সময় বেশি লাগতে পারে বলে যে কেউ ই অতিরিক্ত সময় নিয়ে বের হন । 


পাশাপাশি মনোযোগের অভাব,সময়ের অব্যবস্থাপনা,অসচেতনতা, অলসতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস একজন মানুষকে সর্বদা দেরি করাতে অভ্যস্ত করে তোলে ।

Post a Comment

Previous Post Next Post